Site icon চ্যানেল আই অনলাইন

জোকোভিচকে সার্বিয়ায় নায়কোচিত বরণ

Advertisements

ভিসা জটিলতা অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পেরে নিজ দেশে ফিরেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টুর্নামেন্টে খেলতে না পারলেও সোমবার বেলগ্রেড এয়ারপোর্টে ভক্তদের সংবর্ধনা পেয়েছেন ২১ বার গ্র‍্যান্ডস্লাম জয়ী এ তারকা।

জোকোভিচ এয়ারপোর্টে পৌছানোর পরপরই হাজার হাজার ভক্তদের কন্ঠে সমস্বরে উচ্চারিত হয় ‘তুমিই আমাদের চ্যাম্পিয়ন, নোভাক। আমরা তোমাকে ভালোবাসি।’

তবে এমন মহাসমারোহের সংবর্ধনার পরেও টুর্নামেন্টে খেলতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন জোকোভিচ। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে তার ব্যাপারটিতে সবাই নজর রাখাতে অস্বস্তি প্রকাশ করেছেন বিশ্বসেরা এই তারকা।

‘গত কয়েক সপ্তাহ ধরে সবার নজর আমার ওপর থাকায় খুবই বিব্রত আমি। আশা করছি এখন থেকে সবাই খেলার ওপর নজর রাখতে পারবে এবং আমার পছন্দের টুর্নামেন্টটি উপভোগ করতে পারবে।’

ভ্যাকসিন না নেয়ায় মেলবোর্নে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি জোকোভিচ। অজি সরকার ভিসা বাতিল করলে আপিল করেছিলেন জোকার। তাতে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ৩৪ বছর বয়সী সার্বিয়ান এ তারকা এখন পর্যন্ত মোট ৯টি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।

Exit mobile version