Site icon চ্যানেল আই অনলাইন

সাফারি পার্কে জেব্রা ও সিংহের মৃত্যু জীবাণু সংক্রমণে: শ ম রেজাউল

Advertisements

অবহেলা নয়, বরং জীবাণু সংক্রমণে সাফারি পার্কে জেব্রা ও সিংহের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন: যেসব বিদেশি প্রাণি আনা হয়, তার জলবায়ু, থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ এবং জীবাণু সংক্রমণও হয়।

শনিবার সিলেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন: আরও যেসব প্রাণি আছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। মারা যাওয়া প্রাণিদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে অবহেলায় নয়, সংক্রমণে মারা গেছে বলে জানা গেছে। জেব্রার মৃত্যু জীবাণু সংক্রমণে হয়েছে। এছাড়া বিড়াল প্রজাতির প্রাণিও বিভিন্নভাবে সংক্রমিত হচ্ছে।

শ ম রেজাউল করিম ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ভিত্তিপ্রস্তর স্থাপন, সিলেটে নির্মাণাধীন বুল স্টেশন পরিদর্শন, সরকারি ছাগল উন্নয়ন খামার, দুগ্ধ খামার পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম।

Exit mobile version