Site icon চ্যানেল আই অনলাইন

জুলহাস-তনয় হত্যায় আনসার আল ইসলাম

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড’র কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু
নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা
ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।

আজ মঙ্গলবার আনসার আল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট থেকে স্বীকার করে টুইট করা হয়।

ওই টুইটার বার্তায় বলা হয়, আনসার-আল-ইসলামের মুজাহেদিনরা জুলহাজ মান্নান এবং তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করতে সক্ষম হয়েছে।

এতে আরও বলা হয়, মার্কিন ‘ক্রুসেডার’ এবং তাদের ভারতীয় মিত্রদের সাহায্যে এরা বাংলাদেশে সমকামীতার প্রসার ঘটানোর চেষ্টা করছিল।

জুলহাস মান্নান বাংলাদেশে সমকামীদের প্রথম প্রকাশিত পত্রিকা ‘রূপবানের’ সম্পাদক ছিলেন। সামির মাহবুব তনয় ছিলেন তার বন্ধু।

এদিকে বনানী কবরস্থানে জুলহাস মান্নানকে দাফন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির লেক সার্কাস এলাকায় পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে।

Exit mobile version