মেসি পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই ধুঁকছে বার্সা। গোল পেতে লড়ছে স্প্যানিশ জায়ান্টরা। রক্ষণেও এলোমেলো সময় যাচ্ছে। কোচ জাভি হার্নান্দেজের চাওয়া জুলেস কৌন্ডে এসে ভরসা হয়ে উঠুন রক্ষণে।
কে এই কৌন্ডে? তিনি ফ্রান্সের ২৩ বছরের টগবগে তরুণ, রক্ষণ সামলাতে পটু। খেলেন স্পেনেরই আরেক ক্লাব সেভিয়ায়। যাকে শিষ্য বানাতে চান জাভি।
জাভির সেই চাওয়ায় জল ঢেলে দিতে প্রস্তুত চেলসি। নতুন ফুটবলার দলে টানার জন্য অর্থের বস্তা নিয়ে দলবদল মৌসুমের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেই অর্থই কাল হয়ে দাঁড়াতে পারে বার্সার জন্য।
আর্থিকভাবে জেরবার হয়ে পড়া বার্সা পরিস্থিতি সামাল দিতে লড়ছে। বেশি দামে খেলোয়াড় কেনার সুযোগ তাদের আপাতত সীমিত। কিন্তু কৌন্ডেকে পেতে ঢালতে হবে ৭২ মিলিয়ন ইউরো।
এখানেই আটকে যাচ্ছে বার্সা। কৌন্ডের জন্য এত অর্থের যোগান নেই জাভির হাতে। আবার খরচ করতে প্রস্তুত হলেও চেলসিও চাচ্ছে আরকিছু কম দাম হোক কৌন্ডের। কম অর্থে হলে চাওয়া পূরণ হতে পারে জাভিরও। এখন দেখার বার্সা কোচ দৌড়ে জেতেন, নাকি ব্লুজদের কোচ থমাস টুখেলের শিষ্য হয়ে যান ফরাসি তরুণ।








