Site icon চ্যানেল আই অনলাইন

জাভিকে ‘গড অব ফুটবল’র কাছে ফিরতে বলছেন ইতো

একসময়কার বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজকে আবারও ন্যু ক্যাম্পে ফেরার আকুতি জানিয়েছেন ক্লাবটির সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতো। বার্সার বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে ‘গড অব ফুটবল’ আখ্যা দিয়ে ক্যামেরুনের সাবেক ফুটবলারের মন্তব্য, জাভিকে মেসির এখন ভীষণ দরকার!

১৯৯১ সালে বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় ভর্তির পর মূল দলের হয়ে ১৭ মৌসুম পার করেন জাভি। ৪০ বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার এখন কাতারের আল সাদ ক্লাবের কোচের দায়িত্বে আছেন। মৌসুমের মাঝামাঝিতে বার্সার পক্ষ থেকে তাকে মেসিদের দায়িত্ব নিতে বলা হলেও বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন জাভি।

জাভি বলছেন, বার্সার দায়িত্ব নিতে এখনো প্রস্তুত নন তিনি। অন্যদিকে তার সঙ্গে ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগজয়ী ইতো কাতালুনিয়া রেডিওকে বলেছেন জাভি চাইলে পারবেন।

‘আমি জাভিকে বলেছি, যাই হোক না কেনো সে যেন বার্সায় ফিরে যায় এবং তাকে আমি বলেছি ও এটা করেছি কারণ, সেখানে এখনো ফুটবলের ঈশ্বর আছে।’

‘তারা একসঙ্গে খেলেছে। এটা অন্য যেকারো চেয়ে বিষয়টাকে আরও সহজ করে দেবে।’

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলান থেকে লৌতারো মার্টিনেজকে কিনতে চাইছে বার্সা। সুয়ারেজের বিকল্প কেউ হবে না বলেই মনে করেন ইতো, ‘আমি সুয়ারেজকে ভালোবাসি। বার্সেলোনার হয়ে সে দারুণকিছু ইতিহাস গড়েছে। আমরা দুজনেই ভাগ্যবান যে একই ক্লাবের অংশ হতে পেরেছি।’

‘লুইস সবসময় লুইস। সে তার জায়গায় বিশ্বের সেরাদের একজন। এটা স্বাভাবিক যে বার্সা তার বিকল্প খুঁজতে চাইবে। তবে একজন জেনারেলকে তার পদ থেকে নামিয়ে দেয়া জরুরি নয়। লুইস একজন জেনারেল, একজন ক্যাপ্টেন এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া ঠিক হবে না।’

‘লৌতারো দারুণ করছে, তবে মানুষের একজনের কীর্তি ভুলে যাওয়ার প্রবণতা আছে। লুইস বার্সা ও ফুটবলের হয়ে ইতিহাস গড়েছে। আমাদের এর প্রশংসা করতেই হবে। তার মানে এই নয় যে নতুন খেলোয়াড় কেনা যাবে না। আপনাকে একইসঙ্গে গ্রেটদেরও ভুলে যাওয়া উচিত নয়।’

Exit mobile version