Site icon চ্যানেল আই অনলাইন

জাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬০ জন

জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় দুই হাজার আসনের বিপরীতে অনলাইনে মোট আবেদন করেছে তিন লাখ ১৭ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬০ জন পরীক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় এই সংখ্যা বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দেয়া যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ২০ আগস্ট শুরু হয়ে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। তবে ভর্তিচ্ছুদের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যারা ফি পরিশোধ করতে পেরেছেন তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ বছর অনুষদ ভিত্তিক পরীক্ষায় ‘এ ইউনিট’ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে আবেদন করেছে ৬৫ হাজার ৮শ’ ৭৭ জন পরীক্ষার্থী। ‘বি ইউনিট’ সমাজ বিজ্ঞান অনুষদে ২৭ হাজার ২শ’ ৫৩ জন, ‘সি ইউনিট’ কলা ও মানবিকী অনুষদ এবং ‘সি ১ ইউনিট’ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের) এর জন্য আবেদন করেছে যথাক্রমে ৩৮ হাজার ১শ’ ৯৫ জন ও ৫ হাজার ৯৬ জন। ‘ডি ইউনিট’ জীববিজ্ঞান অনুষদে ৭৭ হাজার ২শ’ ৮১ জন, ‘ই ইউনিট’ বিজনেস স্টাডিজ অনুষদে ১৮ হাজার ৭শ’ ৭৪ জন, ‘এফ ইউনিট’ আইন অনুষদে ২৫ হাজার ৬শ’ ২৩ জন, ‘জি ইউনিট’ ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এ ১০ হাজার ৪শ’ ৮৩ জন ও ‘এইচ ইউনিট’ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ২১ হাজার ৭শ’ ৯০ জন পরীর্ক্ষার্থী। এছাড়া এবার চালু হওয়া নতুন ‘আই ইউনিট’ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে ৫ হাজার ৪শ’ ৬৫ জন শিক্ষার্থী।

ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা কমিটি। ৮ অক্টোবর রোববার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ ইউনিট’ এর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় দিন ৯ অক্টোবর ‘এ ইউনিট’ ও ‘আই ইউনিট’ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ১০ ও ১১ অক্টোবর ‘ডি ইউনিট’ জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা, ১২ অক্টোবর যথাক্রমে ‘সি ইউনিট’ ও ‘সি১ ইউনিট’ কলা ও মানবিকী অনুষদ এবং নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫ অক্টোবর ‘বি ইউনিট’ সমাজ বিজ্ঞান অনুষদ ও ‘জি ইউনিট’ ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর ‘ই ইউনিট’ বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘এইচ ইউনিট’ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা হবে।

সর্বশেষ ১৭ অক্টোবর ‘এফ ইউনিট’ আইন অনুষদের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সর্বমোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল নয়টায় শুরু হবে এবং বিকাল পাঁচটায় ষষ্ঠ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিট প্ল্যানসহ অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  থেকে জানা http://ju-admission.org যাবে।

Exit mobile version