Site icon চ্যানেল আই অনলাইন

জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা

জাবি উপাচার্যের পদত্যাগের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। আজও তারা ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মানবন্ধন ও কালো পতাকা প্রদর্শনী কর্মসূচি পালন করেছেন।

রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা আল্টিমেটাম অনুযায়ী আগামী ০১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানান। পাশাপাশি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক সানোয়ার সিরাজের বিরুদ্ধে একই বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ জানানো হয়।

একইসাথে নিপীড়নের দায়ে অভিযুক্ত ওই শিক্ষককে শাস্তির আওতায় এনে দ্রুত বিচারের দাবি করা হয়।জাবি উপাচার্যের পদত্যাগের দাবি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।

Exit mobile version