Site icon চ্যানেল আই অনলাইন

জাবিতে শেষ হলো পাট-পোশাক প্রদর্শনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জুট এন্ড ইকোনমি রেভুলেশন নামে পাটের তৈরি বিভিন্ন পোশাকের ৮ দিনব্যাপী প্রর্দশনী শেষ হয়েছে।

গত ২৯ এপ্রিল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনাতয়নে শুরু হওয়া পাটের তৈরি পোশাক প্রর্দশনী অনুষ্ঠান আজ শুক্রবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রর্দশনীর প্রধান আয়োজক মো. আমির হোসেন জানান, পাট দিয়ে শুধু থলি নয়, বরং উন্নত মান ও চমকপ্রদ বিভিন্ন ব্যবহারের পোশাক তৈরি করা সম্ভব। এই বিষয়টিই প্রর্দশনীর মাধ্যমে তুলে ধরা চেষ্টা করা হয়েছে।

কম খরচে পাটের তৈরি পোশাক বাজারজাত করে বিদেশে রপ্তানির মাধ্যমে সহজেই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা যাবে বলে মনে করেন আয়োজক। তবে এজন্য দেশেও এ ধরনের পোশাকের গ্রহণযোগ্যতা ক্রেতার কাছে তুলে ধরতে হবে।

প্রদর্শনীতে আগত দর্শকরা বিভিন্ন পাটের তৈরি পোশাক ঘুরে ঘুরে দেখেন।

এছাড়া পাটের ঐতিহ্য তুলে ধরাসহ বিভিন্ন বন্ধ পাটকলের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে।

Exit mobile version