Site icon চ্যানেল আই অনলাইন

জনসনের আগাম নির্বাচনের দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ

বরিস জনসন-ব্রেক্সিট-আগাম নির্বাচন-নির্বাচনের প্রস্তাব

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব হাউজ অব কমনসে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে সরকারকে ২৩ জুন থেকে ব্রেক্সিট সংক্রান্ত সব তথ্য প্রকাশের জন্য প্রস্তাবও পাস করিয়ে নিয়েছেন বিরোধী এমপিরা।

এর ফলে চলতি অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়া বা ব্রেক্সিট বিষয়ে কোনো সমাধান ছাড়াই পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত হয়ে গেল।

বিবিসি জানায়, প্রধানমন্ত্রী জনসনের আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর দীর্ঘ দেড় ঘণ্টা বিতর্কের পর ১৫ মিনিটের ভোটে নাকচ হয়ে যায় প্রস্তাবটি। অক্টোবরের ১৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সোমবার ভোট পড়ে ২৯৩, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কাঙ্ক্ষিত দুই-তৃতীয়াংশ ভোটের চেয়ে অনেক কম।

প্রস্তাবের বিপক্ষে পড়েছে ৪৬ ভোট। আর বাকিরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে পার্লামেন্ট স্থগিত করা এবং চুক্তিবিহীন ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সরকার এ পর্যন্ত যত যোগাযোগ করেছে, সব তথ্য প্রকাশে বিরোধী এমপিরা দাবি তোলেন পার্লামেন্টে। ওই দাবি ৩১১ বনাম ৩০২ ভোটে কমনসে পাস হলেও কোনো সমাধান ছাড়াই শেষ হয় চুক্তিহীন ব্রেক্সিট বা ‘অপারেশন ইয়েলোহ্যামার’র বিষয়টি।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৫ সপ্তাহ ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন স্থগিত থাকবে।

ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৭ ও ১৮ অক্টোবর ইইউ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তিবিহীন ব্রেক্সিট প্রস্তুতির দায়িত্ব পাওয়া মন্ত্রী মাইকেল গোভ এ প্রস্তাবের সমালোচনায় বলেছেন, ইইউ বাছাই কমিটিতে দেয়া সাক্ষ্য-প্রমাণাদিই তথ্য জানতে যথেষ্ট।

ব্রেক্সিট সংক্রান্ত সকল তথ্য প্রকাশের প্রস্তাব পাশের পরপরই ব্রেক্সিট তথ্য উন্মোচনের দাবি ‘অপ্রয়োজনীয়’ এবং সরকার নির্ধারিত পদ্ধতিতেই এর প্রয়োগ করবে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র।

অন্যদিকে প্রস্তাব উত্থাপনকারী সাবেক কনজার্ভেটিভ এবং সদ্য স্বতন্ত্র এমপি ডমিনিক গ্রিভের দাবি, প্রস্তাবটি ‘সম্পূর্ণ যুক্তিযুক্ত’। কেননা সব তথ্য পেলে প্রক্রিয়ার সম্ভাব্য ঝুঁকিগুলো বুঝতে পারা এবং জনগণের সঙ্গে আরও পরিষ্কারভাবে যোগাযোগ করা হাউজের জন্য সুবিধাজনক হবে।

এছাড়া সরকারকে আইনগত পদ্ধতিতে কাজে বাধ্য করতে বিরোধী নেতা জেরেমি করবিন আরেকটি প্রস্তাব আনুষ্ঠানিক ভোট ছাড়াই এমপিরা অনুমোদন দেন।

এদিকে স্পিকার জন বারকাউ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, আগামী  ৩১ অক্টোবর অথবা নতুন নির্বাচনের আগে পদত্যাগ করবেন তিনি, যেটাই আগে ঘটুক।

Exit mobile version