আগামী নির্বাচনে জনগণকে প্রতারিত করতেই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ জোট বাঁধছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ধর্মনিরপেক্ষতার নামে আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিকভাবে জোট থাকলেও জামায়াতের ‘ধর্মীয় আদর্শ’ আর বিএনপি’র ‘জাতীয়তাবাদী আদর্শ’ কখনোই এক নয়।
জাতীয়তাবাদী বাউল দলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েকজন বাউলকে সঙ্গে নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অপসংস্কৃতির বিরুদ্ধে বাউলদের প্রগতিশীলতা আর সাম্যের সুরে সুর মেলানোর আহ্বান জানান তিনি। কথা বলেন আওয়ামী লীগ আর হেফাজতের সম্পর্ক নিয়ে।
ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে বিএনপি’র অবস্থান তুলে ধরে জোট সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের আদর্শিক বৈপরীত্যের দাবিও করেন তিনি।
ড. মঈন খান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করে সাময়িকভাবে কেউ লাভবান হলেও দীর্ঘমেয়াদী এর পরিণাম কখনোই ভাল হয় না।







