চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জঙ্গিবাদ-সন্ত্রাস থেকে শিশুদের দূরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুরা যাতে জঙ্গিবাদ-সন্ত্রাসে না জড়ায় সে ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আগামী প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

‘মানসম্মত শিক্ষা-জাতির প্রতিজ্ঞা’ এমন প্রতিপাদ্যে এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, এক লাখের বেশি শিক্ষকের চাকরি সরকারি করা, বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ, সাক্ষরতার হার বাড়ানোসহ এ খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার স্বপ্ন এই দেশে একজনও নিরক্ষর থাকবে না।’

শিক্ষা প্রসারে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের মতো ব্যক্তি পর্যায়ও এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।

সমাজ পরিবর্তন আর উন্নয়নে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের গুরু দায়িত্বের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা।

পরে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অনন্য ভূমিকার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার তুলে দেন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের।