জকসু নির্বাচন ও ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে গণভোট আয়োজনসহ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বৃহস্পতিবার দুপুরে গণভোটের ফলাফল প্রকাশ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
আয়োজিত ওই গণভোটে ৯৮% শিক্ষার্থী জকসুর পক্ষে এবং ৯৯.৫% শিক্ষার্থী ক্যান্টিনের খাবারের দাম কমানোর পক্ষে ভোট দেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ২৯ টি বিভাগে ক্লাস ক্যাম্পেইন করে গণভোটের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
ছাত্র সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘ দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণ ও ক্যান্টিনে খাবারের দাম কমানোসহ শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছে। সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি না থাকার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অযৌক্তিক সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে। আপনারা যদি মনে করেন জকসু নির্বাচন দরকার, তাহলে আপনারা জকসুর পক্ষে সক্রিয় ভাবে দাবি তোলেন।
গণভোটের ফলাফল ও স্মারকলিপি নিয়ে ছাত্র নেতারা উপাচার্যের সাথে দেখা করলে, উপাচার্য ২০ টাকায় ভাত, ডাল ও ডিমের ব্যবস্থা করার প্রতিশ্রুতি ও ডাকসু নির্বাচনের পর পরই জকসু নির্বাচনের আশ্বাস দেন।







