পানামা পেপারস কেলেঙ্কারি মামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা এবং নওয়াজের পদত্যাগের পর এবার দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন – এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান হওয়ার সূত্রে নওয়াজ শরীফ তার উত্তরসূরী হিসেবে একজনকে মনোনীত করতে পারবেন। দলটি পাকিস্তানের পার্লামেন্টে বিশাল সংখ্যাগরিষ্ঠতার অধিকারী হওয়ায় তার সভাপতির মনোনীত প্রার্থীর ব্যাপারে সরাসরি ভোটাভুটি হবে পার্লামেন্টে।
তবে সেই প্রার্থীটি কে হবেন তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা না গেলেও একটা ধারণা পাওয়া গেছে। ডন জানিয়েছে, সর্বোচ্চ আদালতের রায়ের পর শুক্রবারই পিএম হাউজে দলীয় বৈঠকে নওয়াজ শরীফ বলেন, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার ভাই শাহবাজ শরীফকে প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য তাকে অনেকে পরামর্শ দিয়েছেন।
নওয়াজের এই প্রস্তাবের বিরোধিতা বৈঠকে কেউ করেনি; বরং তালি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলে সেখানে উপস্থিত এক সূত্রের মাধ্যমে জানায় ডন।
অবশ্য শাহবাজকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইঙ্গিত দিলেও তার বদলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে নেবেন, সেটা নিয়েও দুশ্চিন্তায় আছেন নওয়াজ। কেননা প্রধানমন্ত্রী প্রার্থী হতে গেলে আগে সেই পদটা অন্য কাউকে দিয়ে পূরণ করতে হবে। আর ওই মুখ্যমন্ত্রীর ভোটটাও পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজকে নির্বাচিত করার জন্য জরুরি।
শাহবাজ শরীফ ছাড়াও তারই ছেলে হামজা শাহবাজকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য বৈঠকে উপস্থিত দু’জন প্রস্তাব করেছিলেন। তবে সেই প্রস্তাবকে নওয়াজ তেমন একটা গুরুত্ব দেননি বলে জানায় ডন। তিনি ওই প্রস্তাবে হ্যাঁ বা না কোনোটাই বলেননি।








