Site icon চ্যানেল আই অনলাইন

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন

খালেদা জিয়া

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে অপারগতা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে এই মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সেই সঙ্গে খালেদা তারেকসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। পরবর্তীতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া।

Exit mobile version