Site icon চ্যানেল আই অনলাইন

চীনে ‘আলোকিত ড্রোন’ দিয়ে আকাশে নকশা

ভিডিও এবং চিত্র ধারণের কাজে ব্যবহার হলেও ড্রোন দিয়ে নকশাময় আলোক প্রদর্শনীর ধারণা বেশ নতুন।  সম্প্রতি এমনই মনোমুগ্ধকর ড্রোন আলোক প্রদর্শনীর সাক্ষী হলো চীনের জিয়ান শহর।

চীনা নববর্ষের প্রথম পূর্ণিমা বা বছর শুরুর ১৫ দিন পর আয়োজন করা হয় ফানুস উৎসব। এই উৎসবেরই অংশ হিসেবে জিয়ানের রাতের আকাশে শত শত ড্রোন উড়ে গিয়ে দৃষ্টিনন্দন সব ডিজাইন তৈরি করে।

চীনা ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট নানা জ্যামিতিক নকশা ছাড়াও জনপ্রিয় কার্টুন ও অ্যানিমেশন চরিত্রের অবয়ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় প্রদর্শনীতে।

ড্রোন প্রদর্শনীটির আয়োজক প্রতিষ্ঠান ‘ইহাং’ জানিয়েছে, ১০ মিনিটের ছন্দবদ্ধ ডিসপ্লেতে মোট ৫শ’ ড্রোন ব্যবহার করা হয়।

চলতি বছর সাউথ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতেও ড্রোন দিয়ে এরকম একটি ডিসপ্লে’র আয়োজন করা হয়েছিলো।

Exit mobile version