Site icon চ্যানেল আই অনলাইন

চিকিৎসকদের হুমকি দেয়া বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের যেসব বাড়িওয়ালা নিগৃহীত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন, তারা মানবিক কাজ করছেন, বাড়িওয়ালাদের উচিত তাদের সহায়তা করা। কিন্তু সেটা না করে যারা সেবা প্রদানকারীদের বাড়ি ছেড়ে দিতে বলছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এরআগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, চিকিৎসা সেবায় যারা নিয়োজিত রয়েছেন তাদের বাড়ি ছাড়তে বলা হলে ওই সব বাড়িওয়ালাদের সম্পদের অনুসন্ধান করা হবে।

এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৫৭২ জন। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

Exit mobile version