সাভার, সিরাজগঞ্জ, নাটোর ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৮ জন।
শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামারইয়ের জয়পুরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও ২ জন। সে সময় আহত হয়েছে ৩০ জন যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। নিহত সেনা সদস্য শহিদুর ইসলামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জে হাটিকুমড়াল এলাকায় মাইক্রোবাস চাপায় ৩ পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। এছাড়াও রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মচারীসহ দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত আরো তিনজন। শুক্রবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এবং নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলন, রাজশাহী ইউ,সি.বি.এল ব্যাংকের বার্তা বাহক আব্দুল লতিফ মৃধা ও চুয়াডাঙ্গা জেলার পুরাদহ উপজেলার জীবন নগরের আশরাফুল ইসলাম।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ, পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান সৈয়দমোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিক আপ ভ্যানের যাত্রী আব্দুল লতিফ মৃধা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরো অন্তত দুইজন।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় বগুড়াগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়। আহত হয় পিক আপ ভ্যানের হেলপার। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।






