Site icon চ্যানেল আই অনলাইন

চারে চার রিয়ালের

দুঃসময় কাটিয়ে বেশ ভালোভাবেই পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে তারা। রোববার রাতে সেল্টা ভিগোকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়ে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মিনিটে বেনজেমার শট আটকে দেন সেল্টার গোলরক্ষক। এরপর আক্রমণ, পাল্টা-আক্রমণে খেলা চললেও লুকা মদ্রিচ ও করিম বেনজেমার আক্রমণে গোল পায় রিয়াল। ২৩ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডারের বাড়ানো বল নিয়ে এগিয়ে যান বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের শটে বল জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে দুই দলের কেউই আর গোলমুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকা সেল্টা ভিগো উল্টো গোল হজম করে বসে। তাও আবার আত্মঘাতী গোলে। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি স্বাগতিকেরা। ৬১ মিনিটে হুগো মাল্লোর দূরপাল্লার শটে গোল পায় সেল্টা। একটু পর আবারও গোল দিয়ে সমতায় ফেরার সুযোগ পায় সেল্টা। তখন আসপাসের শট আটকে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।

ম্যাচের ৮৩ মিনিটে সেল্টার ডি-বক্সে ফাউলের শিকার হন অড্রিওজোলা। স্পট-কিক থেকে বল জালে জড়ান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। মিনিট পাঁচেক পর সেল্টার কাবরাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকেরা। দশজনের দল নিয়ে যোগ হওয়া সময়ে চার নম্বর গোলটি হজম করে সেল্টা। রিয়ালের হয়ে সেল্টার কফিনে চার নম্বর পেরেকটি ঠোকেন সেবালোস। শেষ বাঁশি বাজানোর আগে মেনডেজের গোল ব্যবধান কমায় সেল্টা।

রিয়ালের রাতেই রিয়াল বেটিসের কাছে হেরেছে বার্সেলোনা। তবে ১২ ম্যাচে তিন ড্র আর দুই হারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সেভিয়া। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে সেভিয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদ। একই পয়েন্ট নিয়ে চারে দেপোর্তিভো আলাভেস। পাঁচে থাকা এসপানিয়লের পয়েন্ট ২১। আর ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়নম্বরে রিয়াল মাদ্রিদ।

Exit mobile version