Site icon চ্যানেল আই অনলাইন

চাপটা ভারতেরই বেশি দেখছেন মাশরাফি

মাশরাফী

মাশরাফী

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জুড়ি মেলা ভার। দুই দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা, ধ্যান-জ্ঞানের জায়গা ক্রিকেট। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে মাঠে নামছে প্রতিবেশী দুদেশের দল। ম্যাচে মাঠের চাপ যেমন থাকে, এই সমর্থকদের মাধ্যমেও সৃষ্টি হয় একধরনের বাড়তি চাপ। আর বাংলাদেশের সঙ্গে ম্যাচে ভারতের দিকেই চাপটা বেশি থাকবে বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।

ভারত দুবারের বিশ্বকাপ জয়ী দল। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। আর বাংলাদেশ সেখানে আইসিসির কোন আসরের সেমিফাইনালই খেলছে প্রথমবার। প্রত্যাশার চাপ বাংলাদেশ দলের উপরও থাকবে, তবে ভারতের জন্য সেটা পাহাড়সম।

সেমির দ্বৈরথের আগে সংবাদ সম্মেলনে এই চাপ বিষয়ক প্রশ্নের উত্তরও দিতে হল টাইগার অধিনায়ককে। তাতে বল প্রতিপক্ষের কোর্টেই ঠেলে দিলেন মাশরাফি, ‘ভারতের মানুষ ক্রিকেট পাগল। সেখানে অনেক ক্রিকেটপ্রেমী। তারা বিশ্বকাপ জেতা দল। আমরা এবারই প্রথম সেমিফাইনাল খেলছি। এটা কিন্তু একটা ব্যাপার। আমাদের দেশের মানুষও ক্রিকেট ভালোবাসে। সেমিতে খেলা ভারতের কাছে নৈমিত্তিক ব্যাপারের মতো। সেখানে জনগণও বেশি। তাই ভারত আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের নির্ভার থেকে খেলার আহবান জানিয়েছেন মাশরাফি। সেই সঙ্গে জয়ের জন্য সাধ্যমতো চেষ্টার অঙ্গীকার করলেন, ‘আমাদের ক্রিকেট এগিয়ে নিতে হলে কষ্ট করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা করব। ফলাফল কাদের পক্ষে যাবে, এটা বলা মুশকিল। চেষ্টা করব সেরাটা খেলার।’

Exit mobile version