Site icon চ্যানেল আই অনলাইন

চাঁদপুরের মেঘনায় ইলিশসহ সব মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুরের মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ থাকবে। জাতীয় মাছ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের নদীতে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধ করতে এই উদ্যোগ।

জেলা মৎস্য অফিস জানায়: এ সময়ে যদি কেউ মাছ ধরে বা নদীতে জাল ফেলে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাল পুড়িয়ে দেয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

এই নিষেধাজ্ঞার ফলে জেলেরা তাদের জাল-নৌকা দু’মাসের জন্য ডাঙায় তুলে রাখছে। কাজ নেই এ দু’মাস। তাই নিষিদ্ধ সময়ে চাল দেয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা।

বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেঘনায় নিষিদ্ধ সময়ে ১ হাজার জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে রিক্সা, ভ্যান, হাঁস-মুরগী ও সেলাই মেশিন দেয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৪৫ হাজার ৯শ’ ৭৮ জন জেলে। এসব জেলেদের মধ্যে ইলিশ ধরা ৪১ হাজার ১শ’ ৮৯ জন জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেয়া হবে।

Exit mobile version