নেটফ্লিক্স, অ্যামাজন, জি-ফাইভ, হইচই কিংবা চরকিসহ দেশ বিদেশের ওটিটি প্লাটফর্মগুলোতে প্রতিনিয়ত আসছে নতুন সব কন্টেন্ট। ভিনদেশি কন্টেন্ট এর ভিড়ে নিয়মিত বিরতিতে দেশীয় কন্টেন্টও বেশ আলোচনা তৈরী করছে দর্শকের মাঝে।
চলতি সপ্তাহে এমন সম্ভাবনাময় অন্তত তিনটি ওয়েব কন্টেন্ট এখন দর্শকের সামনে। চরকি, হইচই ও বায়স্কোপ- এর মতো প্লাটফর্মগুলোতে বৃহস্পতিবার রাত থেকেই স্ট্রিমিং হচ্ছে কন্টেন্টগুলো। জেনে নিন সেগুলো সম্পর্কে:
গুণিন, ওয়েব ফিল্ম
নির্মাতা: গিয়াস উদ্দিন সেলিম
প্লাটফর্ম: চরকি
প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘গুণিন’। দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকির অরজিনাল এই কন্টেন্টটি অবশ্য প্রথমে মুক্তি পায় বড় পর্দায়। প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার রাত থেকে স্ট্রিমিং হচ্ছে চরকিতে।
গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। আলোচিত এ দম্পতির ব্যক্তিগত জীবনে এক হওয়ার নেপথ্যেই ছিল চরকি অরিজিনাল প্রযোজিত ‘গুণিন’ ছবিটি।
সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমাতেও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা গুণিন। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।
সাবরিনা, ওয়েব সিরিজ
নির্মাতা: আশফাক নিপুণ
প্লাটফর্ম: হইচই
শুক্রবার থেকে ভারতীয় প্লাটফর্ম হইচইতে আশফাক নিপুণের নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’র স্ট্রিমিং হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই দর্শক এটি দেখতে পারছেন। হইচইয়ের জন্য নির্মিত এই ওয়েব সিরিজটির মধ্য দিয়ে প্রথমবার ভিনদেশি প্লাটফর্মে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারী কেন্দ্রীক এই গল্পের সিরিজে চিকিৎসক সাবরিনার চরিত্রে দেখা যাবে তাকে, অন্যদিকে অগ্নিদগ্ধ সাবরিনার চরিত্রে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।
তীরন্দাজ, ওয়েব সিরিজ
নির্মাতা: তানিম রহমান অংশু
প্লাটফর্ম: বায়স্কোপ
বায়োস্কোপে স্ট্রিমিং হচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘তীরন্দাজ’, এটি তার প্রথম ওয়েব সিরিজ। আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ও শাহরিয়ার শাকিলের প্রযোজনায় পাঁচ পর্বের সিরিজটিতে রয়েছেন খায়রুল বাসার, জিয়াউল হক পলাশ, মীর রাব্বি, রোদসী সিদ্দিকা, শহীদুল আলম সাচ্চু, ইলোরা গওহর, আসিফ আহসান, আতিকা ইয়ামিন প্রমুখ। ‘তীরন্দবজ’ সিরিজে ওঠে এসেছে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানান বিষয়। শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও এখানে ওঠে এসেছে।







