Site icon চ্যানেল আই অনলাইন

চতুর্থ বর্ষে আরো বড় পরিসরে ‘বাংলাবিদ’

বাংলা ভাষাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন ঘোষণা করা হয়। জানানো হয়, ২১ জানুয়ারি থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২০’ প্রতিযোগিতার নাম নিবন্ধন চলবে। দেশের আটটি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমিরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অনুষ্ঠান সভাপতিত্ব করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রতিযোগিতার এবারের বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং অভিনেত্রী ত্রপা মজুমদার। সংবাদ সম্মেলনে তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি, এমাদ ইস্পাহানি ও আলি ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ‘আমার বাড়ি, আমার ঘর, আমাদের দেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা সবকিছুই অনেক গৌরবের, অনেক অহংকারের এ কথাগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি। কিন্তু সত্যিকার অর্থে সেগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কে কতোটুকু চেষ্টা করি? তবে কি দেশ ও ভাষার জন্য এই ভালবাসার কথা শুধু বলার জন্যই বলা? তারাই যদি বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্ম এবং দেশে ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাঙালিদের সামনে তুলে ধরতে পারেন তবেই স্বার্থক হবে আমাদের দেশ ও আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। মূলত এই ধারা বজায় রাখতেই ইস্পাহানি আয়োজিত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় চতুর্থবারের মত আয়োজনে তাদের সঙ্গে যুক্ত হলো চ্যানেল আই। আশা করি আগের তিন বর্ষের তুলনায় অনেক বড় পরিসরে এবং সুন্দরভাবে আয়োজিত হবে অনুষ্ঠানটি।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, আশা করছি পরবর্তী প্রজন্ম যেন বাংলাকে ধারণ করতে পারে হৃদয়ে এবং মস্তিষ্কে।

অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে ছড়িয়ে দেয়া চারিদিকে। কারণ এই বাংলার জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

অভিনেত্রী ত্রপা মজুমদার বলেন, যত কাজ করি তার কোনোটাতেই আত্মতৃপ্তি পাই না। কিন্তু বাংলাবিদের বিচারকের কাজ করে আত্মতৃপ্তি পাই। বাচ্চারা এত জানে, এটা দেখে খুব ভালো লাগে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

Exit mobile version