Site icon চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন খুলনা

গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। জয় হয়েছে অভিজ্ঞতারই। মাহমুদউল্লাহ-মাশরাফীদের কাছে শিরোপার লড়াইয়ে হারতে হল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা সৌম্য-লিটন-মিঠুনদের।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে থামে দেড়শ ছুঁয়ে। বিফলে গেছে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া সৈকত আলীর ইনিংসটি। ডানহাতি ব্যাটসম্যান ৪৫ বলে চার ছক্কায় করেন ৫৩ রান।

খুলনা-১৫৫/৭ (২০ ওভার), চট্টগ্রাম-১৫০/৬ (২০ ওভার)

লিটন দাস ও শামসুর রহমান শুভ সমান ২৩ রান করে যান। মোসাদ্দেক হোসেন সৈকত ১৯ ও সৌম্য সরকার করেন ১২ রান।

শহিদুল ইসলাম নেন দুটি উইকেট। শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করেন এ পেসার। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

ফাইনালের মঞ্চে জ্বলে উঠতে পারেননি সৌম্য। দুর্ভাগ্য লিটনের। উইকেটে থিতু হওয়ার পর হন রানআউট। দুই ওপেনার টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত করলেও ট্রফির লড়াইয়ে আলো ছড়াতে পারেননি। সৈকত আলীর একার লড়াই কাজে আসেনি শেষঅবধি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ গড়েছিল খুলনা। ৭০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। হন ম্যান অব দ্য ফাইনাল। তার ৪৮ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছয়ের মার।

ওপেনিংয়ে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। আরিফুল হক ২১ ও শুভাগত হোম করেন ১৫ রান। বাকি কেউই ছুঁতে পারেননি দুঅঙ্ক। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে খুলনা।

নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন একটি করে উইকেট।

Exit mobile version