চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘুষ নেয়ার অভিযোগে ৫৩ রেফারি নিষিদ্ধ

ঘুষ নেয়ার অভিযোগে ৫৩ জন রেফারিকে নিষিদ্ধ করেছে ঘানা রেফারি অ্যাসোসিয়েশন (আরএজি)। যার মধ্যে ছয়জনকে আজীবন এবং ৪৭ জনকে ১০ বছর করে নিষিদ্ধ করা হয়। ম্যাচ চলাকালীন ভুলের কারণে ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।

ঘানার সাংবাদিক আনাস আমেরিও আনাসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে রেফারিদের ঘুষ নেয়ার গোপন ছবি প্রকাশের পরই তদন্তে নামে আরএজি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আরএজি জানিয়েছে, এই রেফারিদের গত মাসেই একই ধরনের শাস্তি দিয়েছিল আফ্রিকান কনফেডারেশনস ফুটবলও (সিএএফ)। সেসময় অবশ্য আজীবন নিষিদ্ধ হয়েছিলেন দুজন। আর ১০ বছর করে শাস্তি পেয়েছিলেন ৬ জন।

নিষিদ্ধ রেফারিরা ১ অক্টোবরের আগে কোনোভাবেই মাঠে ফিরতে পারবেন না। কারণ তার আগে শাস্তির বিরুদ্ধে আপিলই করতে পারবেন না তারা।

বিবৃতিতে আরএজি জানিয়েছে, যারা শাস্তি পেয়েছেন তারা সবাই নীতি-নৈতিকতাসহ অ্যাসোসিয়েশনের নিয়ম-নীতির সব ধারা গুরুতরভাবে লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।