Site icon চ্যানেল আই অনলাইন

গ্রিসের প্রস্তাবে আবারো বৈঠকে ইউরোজোনের মন্ত্রীরা

ব্রাসেলসে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দেওয়া অর্থনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে আবারো শুরু হয়েছে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠক। তবে ইউরোপীয় ইউনিয়নের পূর্বনির্ধারিত সম্মেলন হয়নি।

এ বৈঠকের মধ্য দিয়ে গ্রিসের ঋণ সঙ্কটের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানোর আশা করছেন ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভালদিস দোমব্রোভক্সি।

এর আগে শনিবারের বৈঠকে তারা গ্রিসের কর, পেনশন প্রথা ও প্রশাসনিক সংস্কার নিয়ে ৯ ঘণ্টা আলোচনা করলেও কোন সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হন তারা।

ঋণদাতাদের শর্ত মেনেই শেষ পর্যন্ত ব্যয় সংকোচন, পেনশন কমানো ও কর বাড়ানোর বিষয়টি রেখে আর্থিক সংস্কার প্রস্তাব করেছে গ্রিস।

Exit mobile version