Site icon চ্যানেল আই অনলাইন

গেইল-মুনিমের ব্যাটে বরিশালের বড় সংগ্রহ

সিলেট সানরাইজার্সের বিপক্ষে ঝড়ো শুরু করেছিলেন মুনিম শাহরিয়ার। সেই আবহ ধারাবাহিক রাখেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শেষ সময়ে তাণ্ডব চালিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দুই ক্যারিবিয়ান ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফরচুনদের ব্যাটিং তোপে পড়ে সানরাইজার্স বোলাররা। টেবিলের শীর্ষ দলটি তলানীতে থাকা বোপারাদের বিপক্ষে চার উইকেট হারিয়ে তোলে ১৯৯ রান। আসরে দ্বিতীয় জয় তুলতে ওভার প্রতি দশ রান করে আনতে হবে এনামুল-ইনগ্রামদের।

দিনের দ্বিতীয় খেলায় ব্যাটে নেমে তাণ্ডব চালান মুনিম শাহরিয়ার। গেইলকে সঙ্গী করে পাওয়ার প্লেতেই জমা করেন ৬৭ রান। সোহাগ গাজীর বলে ফেরার আগে ফিফটির মাইলফলকও স্পর্শ করেন মুনিম। ২৮ বলের তাণ্ডবে ফরচুন ওপেনারের নামের পাশে জমা হয় ৫১ রান। ছয়বার বলকে বাউন্ডারি ছাড়া করার পাশাপাশি তিনবার হাওয়ায় ভাসিয়ে বল আছড়ে ফেলেছেন মুনিম।

ফিফটির পরে মুনিম যখন ফেরেন, তখন ৬.৪ ওভারে বরিশালের সংগ্রহ ৭২ রান। তিন নম্বরে ব্যাট করতে আসা নুরুল হাসান যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন। ২ রান করে উইকেটকিপার ব্যাটার ফিরলে অধিনায়ক সাকিবের তোপে পড়ে সিলেট।

১৯ বলে ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন সাকিব। ১৯ বলে চার ছক্কা ও দুই চারে খেলেন ৩৮ রানের ইনিংস। পাঁচে নামা তৌহিদ হৃদয় ফেরেন ১১ বলে ১০ রান করে।

পরের দৃশ্যপটে চিত্রনাট্য সাজান ওপেন করা ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। দুই ক্যারিবিয়ানের ব্যাটিং তোপে দুইশ ছুঁইছুঁই স্কোর জমা করে বরিশাল। ৪৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন গেইল। ব্রাভো ১৩ বলে চার ছক্কা ও এক চারে খেলেন ৩৪ রানের ক্যামিও।

ব্যাটারদের দিনে বরিশালের হয়ে সব থেকে খরুচে থাকেন সিরাজ আহমেদ। ৪ ওভারে ৫৬ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি সিলেটের পেসার। নিজের কোটার সব ওভার পূর্ণ করে ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন স্বাধীন। একটি করে উইকেট তুলেছেন আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম।

Exit mobile version