Site icon চ্যানেল আই অনলাইন

গেইলকে ফিরিয়েও ক্যারিবীয়দের বেহাল দশা

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ক্রিস গেইলকে ফিরিয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ব্যাটিংদানবকে ফিরিয়েও ক্যারিবীয়দের সেই বেহাল দশাই বহাল থাকল। তাদের হারিয়ে ওয়ানডে সিরিজও জয়ে শুরু করেছে নিউজিল্যান্ড।

বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বিপিএল কাঁপানো ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে যুক্ত হলেও এ ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩১ বল খেলে ২২ রান করে আউট হয়ে যান। তবে এভিন লুইস ও রোভম্যান পাওয়েলের জোড়া অর্ধশতকে ২৪৮ রান করে উইন্ডিজ।

১০০ বল মোকাবেলা করে সাতটি চার ও একটি ছক্কার মারে ৭৬ রান করেন লুইস। অপরদিকে ৫০ বল থেকে দুটি চার ও চারটি ছক্কার মারে ৫৯ রান করেন পাওয়েল।

কিউই বোলারদের মধ্যে ডগ ব্রেসওয়েল চারটি, টড অ্যাশলে তিনটি এবং লোকি ফার্গুসন দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে টপ অর্ডারের দাপটে সহজ জয় পায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানদের মধ্যে জর্জ ওয়ার্কার ৫৭, কলিন মুনরো ৪৯ ও রস টেলর অপরাজিত ৪৯ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স দুটি করে উইকেট নেন।

Exit mobile version