বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালাম ও ইংরেজি ভাষার ছবিতে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। বরাবরই তার ভিন্নধর্মী অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।
তার আসন্ন চলচ্চিত্রটিতেও আরো একবার ভিন্নধর্মী চরিত্রে তাকে পেতে চলেছে দর্শক। যে ছবির নাম ‘মিসেস আন্ডারকভার’।
ঘোষণা এসেছে, অনুশ্রী মেহতা পরিচালিত প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রাধিকাকে। রাধিকার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সুমিত ব্যাসকে।
সম্প্রতি ‘মিসেস আন্ডারকভার’ চলচ্চিত্রের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা মিলেছে একজন গৃহবধূ একটি বন্ধুক ধরে আছেন।
ছবিটির প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির গল্প শুনে তিনি খুব অবাক হন। ছবির চিত্রনাট্যেই অভিনবত্ব পেয়েছিলেন তিনি। পাশাপাশি এই সিনেমার পোস্টার দেখেও তিনি ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেটা শুধু ছবির অভিনেত্রী হিসেবে বা ছবির অংশ হিসেবে নয়- একজন দর্শক হিসেবেও।
এদিকে আসন্ন এই ছবির পরিচালক অনুশ্রী মেহেতার এই চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটতে চলছে। এর আগে লেখক হিসেবে অনেক কাজ করলেও ছবির পরিচালনা এবারই প্রথম তার। আর তাইতো নিজের পরিচালিত প্রথম সিনেমায় রাধিকার মত অভিনেত্রীকে পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত তিনি।
বিফোরইউ মোশান পিকচার, জাদুঘর ফিল্মস এবং নাইট স্কাই মুভিজ নিবেদিত ‘মিসেস আন্ডারকভার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ইশান সাক্সেনা, আবির সেনগুপ্ত, সুনীল শাহ এবং বরুণ বাজাজ।



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)





