চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গানের সুর করেছেন রুনা লায়লা

‘গল্প কথার ওই কল্পলোকে জানি/ একদিন চলে যাব/ কোথায় শুরু আর শেষ হবে কোথায়/ সে কথা বলে যাব’—ইমন সাহার স্টুডিওতে গানটি গাইছেন আঁখি আলমগীর। আর মন দিয়ে শুনছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। না, গানটিতে তিনি কণ্ঠ দেননি। রুনা লায়লা এবার গানের সুর করেছেন। সংগীত পরিচালনাও করেছেন তিনি। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

এ সময় রুনা লায়লার পাশে বসে ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি নতুন ছবি পরিচালনা করছেন। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। গানটি তার এই ছবির জন্যই তৈরি হয়েছে। পর্দায় এই গানের সাথে ঠোঁট মেলাবেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে।

হঠাৎ​ গানে সুর করার ব্যাপারে আগ্রহী হলেন কেন? সংবাদ মাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘সুর সৃষ্টি কঠিন ব্যাপার। আমি কোনো দিন তা করিনি। ভয় ছিল। কিন্তু আঁখি বারবার অনুরোধ করছিল, ও আমার সুর করা গান গাইবে। ওর অনুরোধেই গানটি করেছি।’

রুনা আরও বললেন, ‘আঁখি যথেষ্ট খেটেছে। আমার সঙ্গে পাঁচ দিন ঘণ্টার পর ঘণ্টা মহড়া করেছে। যা বলেছি তা মেনেছে। কারণ আঁখি যে ধরনের গান গেয়ে অভ্যস্ত, তা থেকে নতুন গানটি একদমই অন্য রকম।’

স্টুডিওতে রুনা লায়লা, আঁখি আলমগীর ও আলমগীর
স্টুডিওতে রুনা লায়লা, আঁখি আলমগীর ও আলমগীর

স্ত্রী রুনা লায়লার কাজ দেখে মুগ্ধ আলমগীর। আর মেয়ে আঁখির গান তার মন ভরিয়ে দিয়েছে। বললেন, ‘পুরো ব্যাপারটা হঠাৎ করেই ঘটেছে। রুনা ৫২ বছর ধরে গাইছে, এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’

আর আঁখি আলমগীর বললেন, ‘এই গানের মধ্য দিয়ে আমি ইতিহাসের অংশ হতে পেরেছি। এই গানের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সবাই একেকজন কিংবদন্তি।’

গানটি তৈরির পেছনে রুনা লায়লাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সংগীত পরিচালক ইমন সাহা।