চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

এসময় শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার এটিএস সোয়েটার ও কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় হেচং বিডি লিমিটেড নামে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কয়েক মাস যাবৎ কর্তৃপক্ষ কারখানার তিন-চারশ শ্রমিকের বেতন পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সবশেষ বিকাশ ও রকেটের মাধ্যেমে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছে না ।

শিল্প-পুলিশ গাজীপুর-২ এর পরিদর্শক মোঃ রেজাউল করীম শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বেতন পরিশোধের চেষ্টা করা হবে জানানোয় শ্রমিকরা অবরোধ থেকে অব্যাহতি দিয়েছে।