Site icon চ্যানেল আই অনলাইন

গণহত্যা নিয়ে জাতিসংঘের রায় চ্যালেঞ্জ করবে বসনিয়া

বসনিয়ার মুসলিম নেতা বাকির ইজেতবেকোভিক বলেছেন,  আগামী সপ্তাহে বসনিয়া জাতিসংঘের উচ্চ আদালতে ১৯৯০ সালে বসনিয়া গণহত্যার রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবে। ওই রায়ে সার্বিয়াকে গণহত্যার দায় থেকে মুক্তি দেয়া হয়েছিল।

বসনিয়ার ত্রিপক্ষীয় সরকারের অন্যতম সদস্য বাকির জানান, ২৬ ফেব্রুয়ারি আপিলের জন্য নির্ধারিত ১০ বছরের সময়সীমা শেষ হবে। এর অাগেই আপিল করা হবে।

তবে বসনিয়ার সার্ব কর্মকর্তারা সতর্ক  করেছেন, পদক্ষেপটি একটি নতুন সঙ্কটের জন্ম দিতে পারে।

২০০৭ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গণহত্যার সরাসরি দায় থেকে সার্বিয়াকে মুক্ত করে দেয়।

আন্তর্জাতিক আদালত ১৯৯২ থেকে ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধ চলাকালে স্রেব্রেনিকা শহরে বসনিয়ার সার্ব বাহিনীর ঘটানো একটি মাত্র গণহত্যার ঘটনার প্রমাণ পায়। ১৯৯৫ সালে ওই শহরে প্রায় ৮ হাজার মুসলিম বসনিয়ান পুরুষ ও কিশোরকে হত্যা করে সার্বিয়ার বাহিনী।

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্নক হত্যাযজ্ঞ ছিল।এছাড়াও রায়ে আন্তর্জাতিক আদালত বলেন, হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হয়ে সার্বিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

শুক্রবার বাকির বলেন, আপিল বসনিয়া-হার্জেগোভিনিয়ার অাইন প্রতিনিধির মাধ্যমে পেশ করা হবে।

বসনীয় সার্ব নেতা মিলোর‌্যাড ডোডিক যে কোনো আবেদনের বৈধতা চ্যালেঞ্জের জন্য জাতিগত সার্ব রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্দার ভুসিক বাকিরের ঘোষণাকে দু’দেশের সম্পর্কের জন্য ‘খারাপ’ বলে অভিহিত করেছেন।

Exit mobile version