Site icon চ্যানেল আই অনলাইন

গণমাধ্যম আইনে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

Advertisements

নিজ দেশে পরিচালিত যে কোন বিদেশী গণমাধ্যমকে ‘বিদেশি অ্যাজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করতে পারবে, এমন নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিদেশি অর্থায়ন কিংবা রাশিয়ার বাইরে থেকে পরিচালিত হওয়া গণমাধ্যম এর আওতায় পড়বে।

ক্রেমলিনভিত্তিক গণমাধ্যম আরটি যুক্তরাষ্ট্রে ‘বিদেশি অ্যাজেন্ট’ হিসেবে নিবন্ধিত হওয়ার সপ্তাহখানেক পর মস্কো এ পাল্টা পদক্ষেপ নিল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। সেই কাজে আরটি’ও অংশীদার ছিলো বলে অভিযোগ। রাশিয়ান গণমাধ্যমটি শুরু থেকেই তা অস্বীকার করে আসছে।

নতুন আইনে রাশিয়ায় কোনো গণমাধ্যম ‘বিদেশি অ্যাজেন্ট’ তালিকাভুক্ত হলে বাড়তি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে।

তালিকাভুক্ত গণমাধ্যমগুলোর ওয়েসবাইট ও সম্প্রচারেও তারা যে ‘বিদেশি এজেন্ট’ একথা স্পষ্ট করে জানাতে হবে।

ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি মতো যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত অন্তত ৯টি সম্প্রচারমাধ্যম রাশিয়ার নতুন আইনে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোন গণমাধ্যমকে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে রাশিয়ার বিচার মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রে কাজ করতে গত সপ্তাহে ‘ফরেইন অ্যাজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে’ নিবন্ধিত হয় আরটি। ওয়াশিংটনের ‘অনুরোধে’ তারা এমনটি করে বলে জানায়।

এতে যুক্তরাষ্ট্রে প্রচারিত আরটি’র সব অনুষ্ঠান ও প্রতিবেদনকে রাশিয়ার পক্ষ থেকে প্রচারিত বলে ধরা হবে। নিবন্ধন করলেও গণমাধ্যমটি এই বিষয় নিয়ে আদালতে যাবে বলে জানিয়েছে।

নাৎসী প্রচারণা বন্ধ এবং বিদেশি সরকারের হয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য ১৯৩৮ সালে ওই ‘ফরেইন অ্যাজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট’ করেছিলো যুক্তরাষ্ট্র।

Exit mobile version