Site icon চ্যানেল আই অনলাইন

গণভোটে হেরে ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সংবিধান সংস্কারের প্রস্তাবের ওপর গণভোটে ব্যাপক ব্যবধানে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।

গণভোটের ফল ঘোষণার পর রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ফলাফলের সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নেন। বলেন, ‘না’ ভোটের প্রচারকদের এখন তাদের বক্তব্যের পক্ষে স্পষ্ট প্রস্তাবনা দেয়া দরকার।

ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম রাই-এ প্রকাশিত ফল অনুসারে, ৪২-৪৬ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ৫৪-৫৮ শতাংশ ভোট পড়েছে ‘না’ বা সংস্কারের বিপক্ষে।

তবে আনুষ্ঠানিক ভোটগণনার প্রথম পর্যায়ের ফলাফলে এই ব্যবধান আরও অনেক বড়। ওই ফল অনুসারে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৯-৪৩ শতাংশ এবং ‘না’ ভোট ৫৭-৬১ শতাংশ।

সংবাদ সম্মেলনে সবাইকে শুভকামনা জানিয়ে রেনজি বলেন, সোমবার বিকেলের বৈঠকে তিনি ক্যাবিনেটকে তার পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন এবং এরপর দেশের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

আশা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে ইতালিয়ান পার্লামেন্টে বাজেট বিল পাস হওয়া পর্যন্ত অন্তত রেনজিকে দায়িত্ব পালন করতে বলবেন প্রেসিডেন্ট।

Exit mobile version