‘মণিকার্ণিকা’ ছবির পোস্টার উন্মোচন করে বিকালের আরতি শেষে গঙ্গা ঘাটে স্নান করলেন কঙ্গনা রনৌত। গতকাল বৃহস্পতিবার বারানসীর দশ্বমেদ ঘাটে এই পোস্টার উন্মোচন করা হয়। ২০ ফিট লম্বা এই পোস্টারটি ছিল ঝাঁঝির রাণী মণিকার্ণিকার আদলে। যিনি পরবর্তী জীবনে ‘লক্ষীবাঈ’ হিসেবে পরিচিতি পান। আর ছবিতে এই চরিত্রকেই ফুটিয়ে তুলবেন কঙ্গনা।
‘লক্ষীবাঈ’ ১৮২৮ সালে বারানসী শহরে জন্মগ্রহণ করেন। তাই এই ছবির অফিসিয়াল পোস্টার উন্মোচনের জন্য এই শহরকেই বেছে নেওয়া হয়। এখানে অনুষ্ঠানে যোগ দিতে পেরে বেশ গর্ববোধ করেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি গর্বিত এখানে আসতে পেরে। আর অনুভূতিটা এমন যে, আমি জীবনের অনেক বড় কিছু অর্জন করেছি।’
এ সময় কঙ্গনার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রসুন জোশি, শঙ্কর–এহসান–লয় এবং রিচি শর্মা। অনুষ্ঠানে কঙ্গনার পড়নে ছিল সব্যসাচীর ডিজাইন করা নেটের ফ্লোরাল শাড়ি অন্যদিকে গঙ্গাস্নানের সময় কঙ্গনার পড়নে ছিল সোনালী রঙ্গের শাড়ি এবং টাওয়ারিন ব্রোকার ব্লাউজ।
‘মণিকার্ণিকা’ ছবিটি পরিচালনা করেছেন কৃষ। তিনি তেলেগু পরিচালক। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৭ এপ্রিল। হিন্দুস্থান টাইমস, নিউজ এইটিন।







