Site icon চ্যানেল আই অনলাইন

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

খুলনা

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় আলিয়া মাদ্রাসার মাঠে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

এ ঘটনার জেরে প্রতিপক্ষ কয়েক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৯ জন।

নিহতরা হলেন, গোলাম রসুল ও নজরুল ইসলাম। তাছাড়া গুলিবিদ্ধ সাইফুল ইসলাম ও জেহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খানজাহান আলী থানার ওসি বলেন, সংঘর্ষের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা যায়। অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানে আরো দুজন মারা যায়।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ, দীর্ঘদিন ধরে জাফরিন, জাকারিয়া ও মিল্টন তিন ভাইয়ের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ছিল। উত্তেজিত গ্রামবাসী রাতেই তাদের প্রাসাদ সদৃশ্য বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঐ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দোষীদের শাস্তি এবং নিরাপরাধীদের মুক্তি দেয়ার কথা জানিয়েছেন খুলনা মেট্রো অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রকিবুল ইসলাম।

Exit mobile version