Site icon চ্যানেল আই অনলাইন

কেমন জনপ্রতিনিধি চান খুলনার মানুষ?

ফাইল ছবি

আধুনিক, উন্নত ও স্বস্তিতে বাসযোগ্য মহানগরী গড়তে সক্ষম, এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় খুলনা নগরবাসী। এবারের কেসিসি নির্বাচনে নগরবাসীর প্রত্যাশা এমন প্রতিনিধি, যিনি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। জনগণের সাথে সম্পৃক্ত থেকে গড়ে তুলবেন আধুনিক ও উন্নত মহানগরী।

সিটি কর্পোরেশনের নির্বাচনে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।

আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। সেই সাথে নগরবাসীও ভাবতে শুরু করেছেন কেমন জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবেন।

নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে আধুনিক তিলোত্তমা মহানগরী গড়তে চান আওয়ামী লীগ প্রার্থী। আর পরিবেশ সম্মত গ্রীন ও ক্লিন সিটি গড়ার প্রতিশ্রতির কথা জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

আগামী ১৫’মে নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১শ’ ৮১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version