Site icon চ্যানেল আই অনলাইন

খিরার বাজারদরে খুশি কৃষক

যশোরে অন্যান্য সবজির পাশাপাশি খিরার আবাদ বাড়ছে। ভালো ফলনের সঙ্গে ভালো বাজারমূল্য পাচ্ছেন কৃষক।

যশোরের সবজিপ্রধান এলাকার কৃষক জানাচ্ছেন, গত কয়েক বছরে সবজি চাষে ফলন বিপর্যয় আর অল্প দামের কারণে চাষ পদ্ধতিরও কিছু পরিবর্তন এনেছেন তারা। এর অংশ হিসেবেই মৌসুম ও বাজার চাহিদা বিবেচনায় নিয়ে চাষ বাড়াচ্ছেন খিরার আবাদ।

খিরার বর্তমান বাজারদরে খুশি কৃষক। খিরা চাষ লাভজনক করে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকেও কৃষককে দেয়া হচ্ছে নানা পরামর্শ ।

চলতি মৌসুমে যশোরে ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। এর মধ্যে খিরার আবাদ হয়েছে পাঁচশ’ হেক্টরে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version