Site icon চ্যানেল আই অনলাইন

‘ক্ষ্যাপা’ মহিষের আক্রমণে চট্টগ্রামে নিহত ১

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতলা এলাকায় একটি ‘ক্ষ্যাপা’ মহিষের আক্রমণে মো. ইসমাইল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার বিকেলে বোয়ালখালী এ ঘটনা ঘটে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মহিষের আক্রমণে আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে পৌরসভার বহদ্দার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইসমাইলকে (৫০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাকি আহতরা হলেন গুলছারা বেগম (৮৫), খুশি বেগম (৪৫), নুরুল আবছার (৪০) ও আবদুর রহিম (২২)।

স্থানীয়রা জানান, পৌরসভার বহদ্দারপাড়া এলাকার একটি মহিষ ছুটে গিয়ে হঠাৎ মানুষের ওপর আক্রমণ শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়েও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছে।

Exit mobile version