Site icon চ্যানেল আই অনলাইন

ক্লোজ সার্কিট ক্যামেরায় সাজবে ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তার জন্য লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিশেষ করে স্থানে ওই সব ক্যামেরা লাগানোয় দৃশ্যত কিছু সাফল্যও এসেছে।

২৬ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৩ লাখ। ঘনবসতিপূর্ণ এই এলাকার জনগণের নিরাপত্তার স্বার্থে জার্মানী থেকে আনা হয়েছে ৪৩টি সিসি ক্যামেরা। বিশেষ বিশেষ স্থানে বসানো হয়েছে ওইসব ক্যামেরা। এর মধ্যে রয়েছে পলাশী মোড়, ঢাকেশ্বরী মন্দির এলাকা, বুয়েট, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের সামনেসহ বিভিন্ন স্থান।

সিসি ক্যামেরার আওতায় আনা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এলাকাবাসী। এরই মধ্যে সিসি ক্যামেরায় ডাকাতি ও অপহরণ ঘটনাও ধরা পড়েছে আর নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক জানান, ওই এলাকার কিছু ব্যবসায়ী এবং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে প্রায় ৩৫ লাখ টাকা খরচে কেনা হয়েছে সিসি ক্যামেরা।

রাজধানীর প্রতিটি ওয়ার্ডে এ ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন এলাকাবাসী।

Exit mobile version