Site icon চ্যানেল আই অনলাইন

ক্রিপ্টোকারেন্সি মার্কেট ১৯১ শতাংশ নিচে নেমে গেছে

রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। ক্রিপ্টোকারেন্সির বাজার গত ২৪ ঘণ্টায় ১৯১ শতাংশ নিচে নেমে গেছে। যুদ্ধ ঘোষণা করার পরে বিটকয়েন, ইথেরিয়াম ও অন্যান্য প্রধান ক্রিপ্টোগুলোর দাম কমতে শুরু করে।

মানিকন্ট্রোল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিটকয়েন চার শতাংশ কমে হয়েছে ৩৪,৯৩২.০৭ ডলার। মূলধনের হিসেবে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এথেরিয়াম ১০ শতাংশেরও বেশি কমে ২.৩৭৬.১৯ ডলার হয়েছে। অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির মধ্যে ডজকয়েন ১২ শতাংশের বেশি পতনের মুখোমুখি দাঁড়িয়েছে। এছাড়া শিবা ইন্দু ১০ শতাংশ নিচে নেমে গেছে। পোলকাডট ১০ শতাংশেরও বেশি ও পলিগন ১২ শতাংশেরও বেশি কমেছে। XRP ৯ শতাংশের বেশি কমেছে।

আগামী কয়েক সপ্তাহ ধরে ক্রিপ্টোর বাজার নিচের দিকে থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গত কয়েক সপ্তাহ ধরেই রাশিয়া ইউক্রেন সংকটের কারণে গোটা বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। যা আগামী দিনে আরও বেশি করে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এই যুদ্ধের উত্তেজনায় শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিকেই প্রভাবিত করবে না বড় প্রভাব ফেলতে পারে আর্থিক বাজারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইক্যুইটিগুলিও। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন শেয়ার মার্কেটে বড় ধরণের ধস নেমেছে।

Exit mobile version