Site icon চ্যানেল আই অনলাইন

কোহলিদের রোদে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রুটরা

একটানা আড়াইদিন ফিল্ডিং শেষে বিশ্রাম নেয়ারও সুযোগ পেলেন না ভারতের খেলোয়াড়রা। বলা ভালো ব্যাটসম্যানদের কারণেই হল না। অন্যদিকে ফলোঅনের সুযোগ পেয়েও কাজে না লাগিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে গেছে জো রুটের ইংল্যান্ড। উদ্দেশ্য দিনের আলোর মতোই পরিষ্কার, প্রচণ্ড রোদে স্বাগতিকদের আরেকদফা খাটিয়ে দিন শেষে রানের পাহাড় কাঁধে চাপিয়ে দেয়া।

চেন্নাইয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৩৭ রানে অলআউট হয়ে গেছে ভারত। ২৪১ রানে পিছিয়ে থাকা বিরাট কোহলির দলকে আবারও প্যাড পরতে না দিয়ে নিজেরাই নেমে পড়েছেন রুটরা। ইংলিশদের লিড এরইমধ্যে ৩০০ পার হয়ে গেছে।

হাতে শেষ ৪ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করা ভারত অলআউট হয়েছে পরের ২২ ওভারে। ওয়ানডে ঘরানায় খেলে ওভার প্রতি প্রায় চার রান করে তুলে ফলোঅন এড়ানোর চেষ্টা করে গেছেন অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম দুই নায়ক ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন।

সপ্তম উইকেট জুটিতে ৮০ রান তুলেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুন্দর-অশ্বিন। ৩১ রানে অশ্বিন উইকেটের পেছনে জস বাটলারের কাছে ধরা পড়লেও চেষ্টা চালিয়ে গেছেন সুন্দর। ১৩৮ বলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করা অলরাউন্ডার প্রথম টেস্ট শতক পাননি লেজের ব্যাটসম্যানদের দৃঢ়তার অভাবে। সুন্দরকে একপ্রান্তে রেখে দ্রুত সাজঘরে ফিরেছেন শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা ও জাসপ্রীত বুমরাহ।

ইংলিশদের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও জফরা আর্চার দুটি করে উইকেট পেয়েছেন, সেরা শিকারি স্পিনার ডম বেস। ভারতের মাটিতে স্পিনে তিনি নিয়েছেন ৪ উইকেট। তার স্পিন সঙ্গী জ্যাক লিচের শিকার ২ উইকেট।

Exit mobile version