Site icon চ্যানেল আই অনলাইন

কোভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ‘রেমডিসিভির’

করোনাভাইরাস

ইতিবাচক ফল পাওয়ার পর জরুরি পরিস্থিতিতে করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ এর চিকিৎসায় ‘রেমডিসিভির’ ওষুধ ব্যবহারের  অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিলেডের এই ওষুধটি সারাবিশ্বের মানুষের কোভিড-১৯ চিকিৎসার কাজে ব্যবহার করা হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জিলেডের সিইও এটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হিসেবে ‍উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে ১৫ লাখ ওষুধ সারাবিশ্বের জন্য অনুদান দেওয়া হবে।’

সোমবার থেকে হাসপাতালগুলোতে এই ওষুধ বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মূলত ইবোলা রোগের চিকিৎসার জন্য এই অ্যান্টি ভাইরাল ওষুধটি তৈরি হয়েছিল। এতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ কোভিড-১৯ চিকিৎসার সময় ১৫ থেকে ১১ দিনে নামিয়ে আনে।

জিলেডের মতে, রেমডিসিভির যত আগে দেয়া যায়, ততই কার্যকর হয়।

তারা বলছে, আগেভাগেই চিকিৎসা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করে।

তবে এক চীনা গবেষণা এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।  

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।

বর্তমানে সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছেন প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ।

Exit mobile version