Site icon চ্যানেল আই অনলাইন

কৃষ্ণাঙ্গের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ

শুধু বাল্টিমোরে না, পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফ্রেডি গ্রের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়ে বাল্টিমোরের সাধারণ জনগণের মধ্যে। সোমবার তার শেষকৃত্যের পর থেকেই দেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠে।

বিক্ষোভকারীদের ঠেকাতে সেখানে কারফিউ জারি করা হয়। কিন্তু কারফিউ জারির পরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ মানুষ।

কয়েকশ প্রতিবাদী মানুষ বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ারে সমবেত হয়। তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ সেখান থেকে ৬০ জনকে গ্রেফতার করে। তারপরও ওয়াশিংটন ডিসি, বোস্টন এবং ম্যানিয়াপোলিশেও র‌্যালি বের করে বিক্ষুদ্ধ জনতা।

গ্রের মৃত্যু নিয়ে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য তদন্ত শুরু করেছে। গ্রে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মেরুদণ্ডে গুরুতর আঘাতে মারা যায়। তবে ঠিক কীভাবে এত বড় আঘাত পেয়েছিলো সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভের মুখে ছয় পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

Exit mobile version