Site icon চ্যানেল আই অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তার কেমন চিপ বানাচ্ছে অ্যামাজন?

কৃত্তিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিজস্ব চিপ ডিজাইন করছে অ্যামাজন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা রয়েছে, এমন ডিভাইসগুলোর জন্যই মূলত এ চিপ তৈরি করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন

নতুন এ চিপ ব্যবহারের মাধ্যমে ডিভাইসেই স্পিচ রিকগনিশন প্রযুক্তি যুক্ত করা হবে। এর ফলে সহজ কিছু বিষয়ে আরও দ্রুত সাড়া দিতে সক্ষম হবে অ্যালেক্সা। বর্তমানে যেকোনো তথ্যের জন্য অ্যালেক্সাকে ক্লাউড সার্ভারের উপর নির্ভর করতে হয়।

সম্প্রতি ওয়েব সার্ভিসের জন্য চিপ ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে শুরু করেছে অ্যামাজন। অন্যদিকে ২০১৫ সালেই চিপ ডিজাইনিং ফার্ম অন্নপূর্ণা ল্যাব অধিগ্রহণ করেছিল এ ই-কমার্স জায়ান্ট। তাই ধারণা করা হচ্ছে অ্যামাজনের বিভিন্ন ডিভাইসের জন্য প্রয়োজনীয় চিপ তৈরির কাজ এখন থেকে এখানেই সম্পন্ন হবে।

বর্তমানে নিজেদের ডিজাইন করা এআই চিপ ব্যবহার করছে গুগল এবং অ্যাপল। স্ট্রিট ভিউ, ফটোজ, সার্চ এবং ট্রান্সলেট সার্ভিসের জন্য এ চিপ ব্যবহার করছে গুগল।

Exit mobile version