Site icon চ্যানেল আই অনলাইন

খুলে যাচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের সব স্কুল

করোনা বিশ্ব মহামারী পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে খুলে দেওয়া হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের স্কুল গুলো।

বুধবার এ তথ্য জানিয়েছেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দোর শিংলা। 

ইন্দোর শিংলা বলেছেন: অভিভাবকদের দাবি মেনে ৭ জানুয়ারি থেকে খোলা হবে সমস্ত সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি স্কুল। ওই দিন থেকে পডুয়ারা সশরীরে ক্লাসে হাজির থাকতে পারবে।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুল খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে করোনা পরিস্থিতির মধ্যে স্কুলে কঠোরভাবে করোনা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।

রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো করোনা বিধি মেনে চলার জন্য কথাও বলা হয়েছে স্কুলগুলোর পরিচালন সমিতিকে।

Exit mobile version