Site icon চ্যানেল আই অনলাইন

কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা

Advertisements

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাসপোর্ট অফিসের গেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করার সময় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকার চারপাশের বিল্ডিং এবং রাস্তা তালেবান নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর দেশে পাসপোর্ট পরিষেবাটি পুনরায় চালু হয়। সাম্প্রতিক দিনগুলোতে ভ্রমণের নথি পাওয়ার জন্য পাসপোর্ট অফিসে আফগানরা ভিড় করে।

পাসপোর্ট অফিস কর্মকর্তারা বলেন, তালেবান কর্মকর্তাদের ভ্রমণের নথি তৈরি করতে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আজকের দিন নির্ধারিত ছিল। এই দিনে তাদের অফিসে গিয়ে পাসর্পোটের নথি সংগ্রহ করতে বলা হয়েছিল।

Exit mobile version