Site icon চ্যানেল আই অনলাইন

কানাডায় উইলিয়াম ও কেটের অভ্যর্থনায় ট্রুডো ও সোফি

আটদিনের রয়্যাল ট্যুরে কানাডায় গেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটকে সঙ্গে নিয়ে কানাডায় ভ্রমণরত প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন কানাডায় পৌঁছালে তাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো।

আট দিনের রয়াল সফরে এই প্রথমবারের চারজনের পুরো পরিবার কানাডায় গেলেন। এটাই প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লেটের প্রথম রয়্যাল ট্যুর। প্রিন্স উইলিয়াম ও তার ভাই প্রিন্স হ্যারির বয়স যখন ৯ ও ৭ বছর তখন তারাও কানাডাতেই তাদের প্রথম রয়্যাল ট্যুরে এসেছিলেন। বাবা প্রিন্স চার্লস ও মা প্রিন্সেস ডায়ানার সঙ্গে ১৯৯১ সালে এই ভ্রমণ করেন দুই প্রিন্স।

প্রাথমিক অভ্যর্থনা শেষে ভিক্টোরিয়ার ব্রিটিশ কলম্বিয়া পার্লামেন্ট বিল্ডিংয়ে একটি অফিসিয়াল অভ্যর্থনা পাওয়ার কথা রয়েছে উইলিয়াম ও কেটের। আটদিনের সফরে এসে উইলিয়াম দম্পতি বাচ্চাদের নিয়ে ভিক্টোরিয়ার গভর্মেন্ট হাউজে থাকবেন। পাশাপাশি ব্রিটিশ কলম্বিয়া এবং ইউকনের মানুষদের সঙ্গে মিশতে প্লেনে এবং সিপ্লেনে করে ভ্রমণ করবেন।

রানী এলিজাবেথের হয়ে কানাডায় ভ্রমণ করছেন উইলিয়াম ও কেট। এই সফরে তাদের সঙ্গ দিবেন জাস্টিন ট্রুডো ও সোফি ট্রুডো।

Exit mobile version