চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিমসটেক সম্মেলন

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ৪র্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টারাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কোঅপারেশন, বিমসটেক শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর পারস্পারিক বিদ্যুত সহযোগিতা বাড়াতে বিসমটেক গ্রিড গড়ে তোলার সমঝোতা হয়েছে, চুক্তির অপেক্ষায় আছে মুক্ত বাণিজ্য ও অপরাধ ও সন্ত্রাসবাদসহ আরো দুটি চুক্তি। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের মধ্যে।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টারাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কোঅপারেশন, বিমসটেক এর শীর্ষ সম্মেলন এর শেষ দিন সাত দেশের শীর্ষ নেতারা একান্তে বৈঠক করেন। পরে সদস্য দেশগুলোর পারস্পরিক বিদ্যুত সহযোগিতা বাড়াতে বিসমটেক আন্ত:গ্রিড গড়ে তোলার ক্ষেত্রে সমঝোতা হয়েছে। মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে জোট একমত হলেও সাত দেশের আইনী কাঠামোর পরিবর্তনের স্বার্থে এটি বাস্তবায়নে ছয়মাস সময় লাগবে। অপরাধী স্থানান্তর ও সন্ত্রাসবাদ ইস্যুতে আরো একটি চুক্তি চূড়ান্ত হলেও ভুটানে অন্তর্বর্তি সরকার থাকায় তা সম্পন্ন হয়নি। তবে সামগ্রিক ভাবেই এবারের সম্মেলন থেকে লাভবান হয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে সংকটে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মিয়ানমারের প্রেসিডেন্ট সব সময় একই মঞ্চে ছিলেন। দুজনের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলোচনা না হলেও রোহিঙ্গা ইস্যু যে তাদের দু’জনের আলোচনায় স্থান পেয়েছে তা জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

কাঠমান্ডু ঘোষণায় বিমসটেক ভুক্ত দেশের মানুষের উন্নয়নে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দিয়ে নেপালের প্রধানমন্ত্রী, বিদ্যুত পর্যটনের মতো খাতগুলোতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের সমাপনি পর্বে বিসমটেক এর পরবর্তি চেয়ারপার্সন এর দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কাকে, কলম্বোয় হবে ৫ম বিমসটেক সম্মেলন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: