Site icon চ্যানেল আই অনলাইন

কলকাতাকে ১৮৭ রানের লক্ষ্য দিলো দিল্লী

আইপিএলের আজকের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মিডল লোয়ার অর্ডারের ব্যাটিং পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে দিল্লী।

দিল্লীর ফিরোজ শাহ কোটলায় টসে হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় এন্ড্রু রাসেলের বোলিং তোপে প্রথম ওভারে দুই রানেই দুই ওপেনার কুইন্টন ডি কক (১) ও আইয়ার(০) শুন্য রানে প্যাভিলনে ফেরেন।

দলীয় ৩৭ রান সামসন সুনীল নারাইনের বলে এলবিডব্লিউ হলে বিপদে পড়ে দিল্লী।

চতুর্থ উইকেট জুটিতে কারুন নায়ার ও সাম বিলিংস ১০৫ রান যোগ করে দলের বিপদ সামাল দেন। নায়ার দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ ও বিলিংস ৫৪ রান করেন।

শেষ দিকে ব্র্যাথওয়েইটের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বলে তিনটি চার ও তিনটি ছয়ে ৩৪ রান দিল্লীকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।

কলকাতার পক্ষে এন্ড্রু রাসেল ও উমেশ যাদব তিনটি করে উইকেট নেন। কেকেআর দলে আজ নেই খেলছেন না বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Exit mobile version