চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা আতঙ্ক: দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

১৮ মার্চ থেকে ২ এপ্রিল বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা…

করোনা ভাইরাসের বিস্তারের কারণে বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের এমন ঘোষণার দিনেই এবার সারা দেশের সব সিনেমা হলও বন্ধ রাখার ঘোষণা দিল প্রযোজক ও পরিবেশক সমিতি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি জানান, করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন সরকার। জনসমাগম সৃষ্টি হয় এমন সবকিছুর উপরই আছে বিধিনিষেধ। সিনেমা হলে যেহেতু বেশি মানুষের যাতায়াত, তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবাই মিলে আমরা ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সারা দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়তে পারে বলেও জানান তিনি।

খসরু বলেন: শুধু বাংলাদেশের সকল সিঙ্গেল স্ক্রিনই নয়, ঢাকা ও ঢাকার বাইরে যতো মাল্টিপ্লেক্স আছে সেগুলো ও আমাদের এই সিদ্ধান্তের (সিনেমা হল বন্ধ ঘোষণা) আওতাভুক্ত। তারপরেও যদি কেউ সিনেমা হল চালু রাখেন এবং সেখান থেকে করোনা ভাইরাস ছড়ায় তার দায় আমরা নেব না।